You have reached your daily news limit

Please log in to continue


কূটনীতির পরীক্ষা

তালিবান-অধিকৃত আফগানিস্তানের সহিত ভারতের সম্পর্কের রূপটি ঠিক কেমন হইতে চলিয়াছে, এই প্রশ্নের মূল্য এখন অর্বুদকোটি টাকা। ইতিমধ্যে দোহায় ভারতের সহিত তালিবান পক্ষের প্রথম বৈঠক হইল, সেই দেশকে জঙ্গিভূমি হিসাবে ভারতের বিরুদ্ধে যাহাতে কাজে লাগাইবার চেষ্টা না হয়, তাহার জন্য তালিবানের নিকট ভারতীয় পক্ষের বার্তা গেল। ভারতের বিদেশসচিবের সভাপতিত্বে রাষ্ট্রপুঞ্জে আফগানিস্তান প্রস্তাব গৃহীত হইল। তালিবান রাষ্ট্রকে সরাসরি ভারতের স্বীকৃতি দিবার বিষয়ে এখনও অনিশ্চয়তা থাকিলেও প্রাথমিক ভাবে তালিবানের সহিত কিছু কার্যকর সম্পর্ক তৈরি করা গেল।

এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ছিল। এখনও আফগান মাটিতে আটকাইয়া আছেন ভারতীয় নাগরিকরা, তাঁহাদের নিরাপত্তা একটি বড় জাতীয় স্বার্থ। বিশেষত যে ভারতীয়রা সেই দেশে সংখ্যালঘু পর্যায়ে পড়েন, তাঁহাদের নিরাপত্তার কথা ভাবিয়া সতর্ক পা ফেলা ভারতের কর্তব্য। বিদেশমন্ত্রী জয়শঙ্কর বলিয়াছেন, ভারত তাহার স্বার্থ বুঝিয়াই কূটনীতি পরিকল্পনা করিতেছে। বিদেশসচিব শ্রিংলা জানাইয়াছেন, আফগানিস্তানে ভারত-বিরোধী জঙ্গি কর্মসূচির প্রতি আর্থিক বা সামরিক মদত যেন না ঘটে, সেই শর্ত স্পষ্ট ভাবে তালিবানকে জানানো হইয়াছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন