৪০তম বিসিএসের ভাইভা শুরু ১৯ সেপ্টেম্বর
করোনাভাইরাসের কারণে স্থগিত থাকা ৪০তম বিসিএসের ভাইভা পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১৯ সেপ্টেম্বর, চলবে ১১ অক্টোবর পর্যন্ত। বর্তমানে করোনা ভাইরাসের সংক্রামণ কমে যাওয়ায় বুধবার (১ সেপ্টেম্বর) পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) থেকে নতুন করে এ পরীক্ষার সময় ঘোষণা করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমেদ বলেন, এ সময়ে সাধারণ ক্যাডারের দুই হাজার চারশত ৬৭ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেবে। এই বিসিএসের ভাইভা শুরু হওয়ার কথা ছিল গত ১৬ ফেব্রুয়ারিতে। কিন্তু সে সময় করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় তা সম্ভব হচ্ছিল না বলে তা পিছিয়ে দেওয়া হয়েছিল।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে