‘খালেদা জিয়া জনগণের পার্লামেন্টে খুনিদের বসায়’
প্রয়াত সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফকে হারিয়ে দেশ একজন অভিজ্ঞ রাজনীতিবিদ এবং নিবেদিত প্রাণ সমাজ সেবককে হারালো বলে জানিয়েছেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, আমরা একজন দক্ষ সংসদ সদস্যকে হারিয়েছি, যিনি একজন প্রবীণ সংসদ সদস্য হিসাবে অনেক নবীণ সংসদ সদস্যদের ট্রেনিং দেওয়া বা বুদ্ধি পরামর্শ দেওয়া সেটাও তিনি দিয়েছেন। দুভার্গ্যের বিষয় হলো তিনি যে এলাকা থেকে নির্বাচন করতেন চান্দিনা এলাকা। সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি কর্নেল রশীদের বাড়ি। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন হয়, খালেদা জিয়া ক্ষমতায় থেকে যে নির্বাচন করেছিল। যে নির্বাচনে দেশের সকল রাজনৈতিক দল বয়কট করেছিল। একটা ভোটার বিহীন নির্বাচন। সেই নির্বাচনে ওই চান্দিনা থেকে কর্নেল রশীদকে সংসদ সদস্য করে সংসদে নিয়ে আসে এবং বিরোধী দলের নেতার আসনে বসান খালেদা জিয়া। দুইজনকে এনেছিলেন একজন হচ্ছে মেজর হুদাকে চুয়াডাঙ্গা থেকে আর কর্নেল রশীদকে। ১৫ আগস্টের খুনিদেরকে যেমন জিয়াউর রহমান ইনডেমনিটি দিয়ে পুরস্কৃত করেছিল বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে এবং খালেদা জিয়া তার থেকে আরও একধাপ উপরে যেয়ে জনগণের পার্লামেন্টে খুনিকে এনে বসায়।