You have reached your daily news limit

Please log in to continue


৭০ শতাংশ মানুষকে করোনা টিকা দিয়েছে ইইউ

লক্ষ্যমাত্রার এক মাস আগেই ইউরোপীয় ইউনিয়নের ৭০ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ করোনা টিকা পেয়ে গেছেন৷ ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায় এ ক্ষেত্রে আরো এগিয়ে গেল ইউরোপ৷

সিদ্ধান্তের ধীর গতি ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে নাগরিকদের জন্য করোনা টিকার ব্যবস্থা করতে ইউরোপীয় ইউনিয়নকে প্রথমদিকে বেশ বেগ পেতে হয়েছে৷ যথেষ্ট পরিমাণ টিকা সরবরাহ নিশ্চিত না করায় টিকাদান কর্মসূচিও প্রথমদিকে গতি পায়নি৷ ধীরে ধীরে সে সব দুর্বলতা কাটিয়ে উঠে সদস্য দেশগুলিতে ১২ বছরের বেশি প্রায় সব মানুষ করোনা টিকা নেবার সুযোগ পেয়েছে৷ মঙ্গলবার ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন বলেন, লক্ষ্যমাত্রা অনুযায়ী ইইউ দেশগুলিতে ৭০ শতাংশ প্রাপ্তবয়স্ক, অর্থাৎ ২৫ কোটিরও বেশি মানুষ করোনা টিকা পেয়ে গেছেন৷ তিনি এই বিশাল সাফল্য সম্পর্কে উচ্ছ্বাস প্রকাশ করেন৷

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন