![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fkatol-20210901115805.jpg)
এক কাতলের দাম ২০ হাজার
মাছের রাজা ইলিশ, তবে মাছের দেশে রুই-কাতলও কম যায় না। দামে কিংবা চাহিদায় ইলিশ উচ্চ শ্রেণিভুক্ত হলেও হরহামেশাই নিজেদের অস্তিত্ব ও আধিপত্যের জানান দেয় রুই-কাতলারাও। এবার তেমনই এক কাতল মাছ বাঁধা পড়লো পদ্মা নদীর জেলের জালে। মানিকগঞ্জের হরিরামপুর এলাকার পদ্মা নদীতে সালাম নামে এক জেলের জালে ধরা পড়েছে সাড়ে ১৪ কেজি ওজনের বিশালাকৃতির এক কাতল। মাছটি বিক্রি হয়েছে ২০ হাজার ৩০০ টাকায়।
বুধবার (০১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ মাছটি ১ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ২০ হাজার ৩০০ টাকায় কিনে নেন।