![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F900x505x1%2Fuploads%2Fmedia%2F2021%2F03%2F04%2Fda4f1b06b501ec76da09cccb28428909-60407049c5840.jpg%3Fjadewits_media_id%3D715798)
কাঁচা পাট: নানা সময়ে নেওয়া সিদ্ধান্তে কার লাভ?
কাঁচা পাটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে পাটশিল্পে অশনি সংকেতের আভাস। বাংলাদেশ জুট মিল করপোরেশনের (বিজেএমসি) পর এবার বেসরকারি পাটকলগুলো বন্ধের হুমকিতে। কিন্তু আইনের দোহাই দিয়ে কাঁচা পাটের বাজার নিয়ন্ত্রণ নিয়ে নেই কোনও উদ্যোগ। যে যার মতো দাম বরাদ্দ করে। একই সময়ে দেশের একপ্রান্তের চাষি হাসে তো আরেক প্রান্তের চাষি কপাল ঠোকে।
পাট ফড়িয়াদের হাতে
ভরা মৌসুমে বাজার থেকে পাট কিনতে পারছে না পাটকলগুলো। এছাড়া মিলে পাট সরবরাহকারী ব্যবসায়ীরা বাজার থেকে পাট কিনতে পারছেন না। পাটের বাজার দখল হয়ে আছে ফড়িয়া ব্যবসায়ী সিন্ডিকেটের হাতে । তারা কৃষকদের কাছ থেকে পাট কিনে মজুত করছে। এতে প্রতিনিয়ত কাঁচা পাটের দাম বেড়ে যাচ্ছে । যদিও মন্ত্রণালয়ের আদেশ আছে, এক মাসে এক হাজার মণের বেশি পাট মজুত রাখা যাবে না।