নাইট্রাস গ্যাস সংকটে কুমিল্লা মেডিকেলে অস্ত্রোপচার ব্যাহত

জাগো নিউজ ২৪ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল প্রকাশিত: ৩১ আগস্ট ২০২১, ১৬:৫৭

নাইট্রাস অক্সাইড গ্যাসের তীব্র সংকটের কারণে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (কুমেক) অস্ত্রোপচার ব্যাহত হচ্ছে। গ্যাস সংকটের কারণে অস্ত্রোপচার না করেই রোগীকে ফিরিয়ে দিচ্ছেন চিকিৎসকরা। এতে সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের। তবে করোনার প্রভাবে এ সংকট সৃষ্টি হয়েছে বলে দাবি গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠানের।


হাসপাতাল সূত্র জানায়, স্পেকট্রা অক্সিজেন লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান কুমিল্লা মেডিকেলে অক্সিজেন ও নাইট্রাস অক্সাইড সরবরাহ করে আসছিল। তবে গত তিনমাস ধরে স্পেকট্রা নিয়মিতভাবে নাইট্রাস অক্সাইড গ্যাস সরবরাহ করছে না। হাসপাতালটিতে প্রতি মাসে অন্তত ৩০ কেজির ২৫টি নাইট্রাস অক্সাইড গ্যাসের সিলিন্ডার লাগে। সে ক্ষেত্রে গত দুই মাসে সরবরাহ করা হয়েছে মাত্র ৮টি সিলিন্ডার। যা প্রয়োজনের তুলনায় নগণ্য।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও