পদ্মার ভাঙনে মসজিদ বিলীন, দৌলতদিয়ার ৪ নম্বর ফেরিঘাট বন্ধ

ঢাকা পোষ্ট দৌলতদিয়া লঞ্চ ঘাট, রাজবাড়ী প্রকাশিত: ৩১ আগস্ট ২০২১, ১৬:৩২

পদ্মা নদীর ভাঙনে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার  ৪ নম্বর ফেরিঘাট বন্ধ ঘোষণা করা হয়েছে। ঘাটটি অন্য জায়গায় স্থানান্তরের চেষ্টা চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মকবুল হোসেন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। 


সরেজমিনে দেখা যায়, দৌলতদিয়ার সিদ্দিক কাজীরপাড়ায় নদী ভাঙনে একটি মসজিদের অর্ধেক অংশসহ পাঁচটি বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এছাড়াও ২০টি বসতভিটা ঝুঁকিতে থাকায় তা অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। ভাঙনে ঝুঁকির মধ্যে রয়েছে ৪ নম্বর ফেরিঘাটসহ আশপাশের ২ শতাধিক বাড়িঘর। ভাঙন ঠেকাতে কাজ চালিয়ে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও বিআইডব্লিউটিএ। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও