![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fcourtt-20210831161155.jpg)
কুষ্টিয়ায় কৃষক হত্যায় ৫ আসামির যাবজ্জীবন
কুষ্টিয়ার দৌলতপুরে কৃষক আব্দুল খান হত্যা মামলায় পাঁচ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম করাদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন।