![](https://media.priyo.com/img/500x/https://www.ittefaq.com.bd/image-contents/600x315x1x1/news-photos/2021/08/31/image-271706-1630403839.jpg)
কাবুলে নিহত মার্কিন সেনাদের স্মরণে ভারতীয়দের মোমবাতি প্রজ্বলন
গত সপ্তাহে কাবুল বিমানবন্দরে আত্মঘাতী বোমা হামলায় ১৩ জন মার্কিন সৈন্য নিহত হয়েছেন। তাদের স্মরণে ও আত্মার শান্তি কামনায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে মোমবাতি প্রজ্বলন করেছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিকরা। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএনআই।
প্রতিবেদনে বলা হয়, তালেবান কর্তৃক কাবুল দখল করার পর মানুষকে সেখান থেকে নিরাপদে সরিয়ে নিয়ে আসতে আফগানিস্তানে ৬ হাজার মার্কিন সেনা মোতায়েন করেন প্রেসিডেন্ট জো বাইডেন। নিহত ১৩ সেনা এই গ্রুপটির সদস্য। হামলায় আরও অন্তত ১৭০ জন আফগান নিহত হন।