হারি মারদেকা-২০২১, মালয়েশিয়া পা রাখল স্বাধীনতা লাভের ৬৪তম বার্ষিকীতে। এবারের স্লোগান- ‘মালয়েশিয়া পিরিহাতিন’ (মালয়েশিয়া য্ত্নশীল)। ১৯৫৭ সালের ৩১ আগস্ট ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে দেশটি। মালয়েশিয়ার ইতিহাসে শ্রেষ্ঠতম গৌরব ও অহংকারের দিন এটি।
প্রতি বছর দিবসটি উদযাপনে প্রশাসনের পাশাপাশি জন সাধারণের মধ্যেও দেখা যায় ব্যাপক প্রস্তুতি। রাজধানী কুয়ালালামপুর শহরসহ রাজ্যে রাজ্যে ছেয়ে যায় জাতীয় পতাকা। করোনা মহামারির প্রভাবে নানান বিধিনিষেধ আরোপ হলেও এ দিবসটি পালনে কোনো কমতি নেই।