![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/08/31/coxbazar-elephant-kill-smr-310821-01.jpg/ALTERNATES/w640/coxbazar-elephant-kill-smr-310821-01.jpg)
কক্সবাজারে বুনো হাতির খণ্ড খণ্ড দেহ উদ্ধার
কক্সবাজারের রামু উপজেলায় ‘বিদ্যুতের শক দিয়ে হত্যা করা’ একটি বুনো হাতির খণ্ড খণ্ড দেহ উদ্ধার করেছে বনবিভাগ।
হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জেলার দক্ষিণ বনবিভাগের ধোয়াপালং রেঞ্জ কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান।