১ হাজার কোটি টাকার বিশেষ ঋণ তহবিল চায় বিসিক

ডেইলি স্টার প্রকাশিত: ৩১ আগস্ট ২০২১, ১৪:২৬

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) সিএসএমই খাতের উন্নয়ন ও সম্প্রসারণে সরকারের কাছে এক হাজার কোটি টাকার বিশেষ ঋণ তহবিল বরাদ্দ চেয়েছে।


এই এক হাজার কোটি টাকার মধ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা বিসিক সিএসএমই ও প্রান্তিক উদ্যোক্তাদের জন্য পাঁচশ কোটি টাকা আর নতুন করে যারা ব্যবসা শুরু করতে চান তাদের জন্য পাঁচশ কোটি চেয়েছে।


গত ২৩ আগস্ট এই অর্থ বরাদ্দ চেয়ে শিল্প মন্ত্রণালয়ের উপসচিব (বিসিক) মোস্তাক আহমেদ বাংলাদেশের ব্যাংকের গভর্নর বরাবর একটি চিঠি দিয়েছেন।


চিঠিতে বলা হয়েছে, এক হাজার কোটি টাকার বিশেষ ঋণ তহবিল বরাদ্দ করা হলে বিসিক তার দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে নিজস্ব ব্যবস্থাপনায় ঋণ প্রদান এবং চাহিদাভিত্তিক প্রশিক্ষণ প্রদানসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের ব্যবসায় টিকিয়ে রাখতে কাজ করবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও