আফগানিস্তানে মার্কিন অধ্যায়ের সমাপ্তি ঘোষণা, রাতভর তালেবানের উল্লাস
আকাশে গুলি ছুড়ে ও আতশবাজি ফুটিয়ে তালেবান উদযাপন করেছে বিজয় উৎসব। দীর্ঘ ২০ বছরের আফগান যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটিয়েছে যুক্তরাষ্ট্র। এ দেশ থেকে চলে গেছে সব মার্কিন সেনা। আজ মঙ্গলবার বিবিসি ও আল-জাজিরাসহ আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সোমবার পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে ইউএস সেন্ট্রাল কমান্ডের প্রধান মেরিন জেনারেল ফ্রাঙ্ক ম্যাককেনজি আফগানিস্তান থেকে সব সেনা সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন।