সংকটে ভুগছে শায়েস্তাগঞ্জের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র

জাগো নিউজ ২৪ শায়েস্তাগঞ্জ প্রকাশিত: ৩১ আগস্ট ২০২১, ০৮:২১

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় নানা সংকটে হাবুডুবু খাচ্ছে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কেন্দ্রগুলো। এতে সেবাবঞ্চিত হচ্ছেন ওই এলাকার বাসিন্দারা। বিশেষ করে সংশ্লিষ্ট একাধিক পদ শূন্য থাকায় উপজেলার দুটি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে গত একবছরে একটিও নরমাল ডেলিভারি হয়নি। এতে অন্তঃসত্ত্বা নারীরা অস্ত্রোপচারে সন্তান জন্ম দিতে বাধ্য হচ্ছেন।


খোঁজ নিয়ে জানা গেছে, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রগুলোতে একজন করে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, পরিবারকল্যাণ পরিদর্শিকা, ফার্মাসিস্ট, আয়া ও নিরাপত্তা প্রহরীর পদ থাকে। তবে শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়ন পরিবারকল্যাণ কেন্দ্রে ফার্মাসিস্ট পদটি দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এছাড়া স্বাস্থ্য কেন্দ্রটিতে বাকি পদগুলোতে লোকবল থাকলেও প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন না সেবাগ্রহীতারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে