![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-08%252Fb0b9fec2-6dae-4903-87e9-81da11c2abb0%252Fimage_6844_1628854974.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
এইচএসসি-আলিম পরীক্ষার ফরম পূরণ শেষ ৩১ আগস্ট
প্রথম আলো
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২১, ০৮:১২
এইচএসসি ও আলিম পরীক্ষা ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। আজ মঙ্গলবার (৩১ আগস্ট) পর্যন্ত এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের ফরম পূরণে প্রতিষ্ঠান থেকে এসএমএস পাঠানোর সুযোগ দেওয়া হয়েছে। আর এসএমএস প্রাপ্তির পর শিক্ষার্থীরা ৪ সেপ্টেম্বর পর্যন্ত ফি পরিশোধ করতে পারবেন। ঢাকা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ড এ–সংক্রান্ত আলাদা নোটিশ জারি করেছে।
ঢাকা বোর্ড ও মাদ্রাসার শিক্ষা বোর্ড বলছে, এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের ফরম পূরণের জন্য প্রতিষ্ঠান থেকে এসএমএস পাঠানোর সময় ৩১ আগস্ট পর্যন্ত ও শিক্ষার্থীদের ফি পরিশোধের সময় ৪ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। কোনো কলেজ এ সময় শিক্ষার্থীদের ফরম পূরণে ব্যর্থ হলে দায়ভার প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে বলেও জানিয়েছে বোর্ডগুলো।