টুকা কাহিনীর বুলবুল চৌধুরী
দীর্ঘদিন মরণঘাতী ক্যান্সারের সঙ্গে লড়াই করে অবশেষে বিদায় নিলেন সত্তরের উজ্জ্বলতম কথাশিল্পী বুলবুল চৌধুরী। আজন্ম বোহিমিয়ান, বৈষয়িক উদাসীন, আড্ডাবাজ, আসক্তিপ্রবণ বুলবুল চৌধুরী খুব সাদামাঠা জীবনযাপন করতেন। প্রথম জীবনে সিনেমার পরিচালক হওয়ার স্বপ্ন নিয়ে এফডিসিতে ঘুরেছেন। সিনে পত্রিকায় সাংবাদিকতা করেছেন; পরে কবি আবুল হাসান, মাসুদ রানাখ্যাত আবদুল হাকিম, কবি নির্মলেন্দু গুণ, কায়েস আহমেদ প্রমুখের সঙ্গে বিউটি বোর্ডিংয়ে আড্ডায় মিশে লেখক হতে গিয়ে সরকারি চাকরি ছেড়ে দেন।
তিরিশের অধিক চাকরি বদল করেছেন, ব্যবসা করেছেন কিছুদিন। না, কিছুতেই তিনি নিজেকে মানিয়ে নিতে পারেননি। লেখালেখির জমিনই তার অস্থির জীবনের স্থায়ী হলো। কপট ভাষা কিংবা বানিয়ে তোলা গল্প নয়, গ্রামীণ, লোকায়ত অভিজ্ঞতা, সহজাত খোলা চোখে প্রবহমান জীবনকে দেখা চালচিত্র নিয়েই বুলবুল চৌধুরী গল্প লেখেন।