জাপানে আরও ১০ লাখ মডার্নার টিকা বাতিল

বাংলা ট্রিবিউন জাপান প্রকাশিত: ৩০ আগস্ট ২০২১, ২২:০৪

জাপানে সরবরাহ করা যুক্তরাষ্ট্রের তৈরি মডার্নার করোনাভাইরাসের টিকায় নতুন করে দূষণকারী পদার্থ ধাতব পাওয়া গেছে। ফলে আরও ১০ লাখ ডোজ বাতিল করেছে দেশটি। এ নিয়ে ২৬ লাখ মডার্নার ডোজ প্রয়োগ স্থগিত করেছে জাপান সরকার।


এক বিবৃতিতে দেশটি জানিয়েছে, টোকিওর পার্শ্ববর্তী গুনমা এলাকায় টিকায় দূষণ শনাক্ত হয়। এ নিয়ে জাপানের ৭টি অঞ্চলে মডার্নার টিকায় দূষণকারী পদার্থ পাওয়া গেলো। যে লট থেকে শিশিটি সংগ্রহ করা হয়, সেখানকার মডার্নার সকল টিকার প্রয়োগ গুনমা এলাকায় স্থগিত করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও