গুম: ‘নিখোঁজ’র পর ‘আটক’ ও জীবন থেকে হারানো কয়েকটি দিন
'তারা (পুলিশ) প্রথমে আমাকে নির্মাণাধীন বিআরপি (ভাসানটেক পুনর্বাসন প্রকল্প) ভবনে নিয়ে যায়। পরে আমাকে সেপটিক ট্যাংকের ভেতর নামতে বাধ্য করে। সেখানে আমি সারাদিন, সারারাত কাটাই।'
মাছ ব্যবসায়ী মোশাররফের দাবি, গ্রেপ্তার দেখানোর আগে তাকে ওই সেপটিক ট্যাংকে ৩৬ ঘণ্টা আটকে রাখা হয়েছিল।
গুম বা বলপূর্বক অন্তর্ধানের কিছু ক্ষেত্রে দেখা যায় কোনো ব্যক্তিকে তুলে নেওয়া কিংবা অপহরণের পর তিনি একেবারে বাতাসে মিলিয়ে যান। আর কখনো তার কণ্ঠ শোনা যায় না।