দুপুর না রাত, কোন সময়ে ভাত খেলে বেশি উপকার পাবেন?
এইসময় (ভারত)
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২১, ১৪:৩৮
ভাত মানেই হু হু করে ওজন বাড়বে এমন নয় বলেই দাবি পুষ্টিবিদদের৷ ভাত আমাদের খাদ্য ও পুষ্টির মূল স্তম্ভ, তাকে বর্জন করে ফেলছেন অনেকেই। ভাতের গ্লাইকোজেন গলে দেরি করে, রুটির ক্ষেত্রে তুলনায় অনেক তাড়াতাড়ি গলে তা। ভাতকে বলে 'ফ্রি ফুড'৷