![](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2019November/nusrat-20210830141838.jpg)
যশের সঙ্গে ছেলেকে নিয়ে বাড়ি ফিরলেন নুসরাত
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। গেল ২৭ আগস্ট বেলা পৌনে ১টায় কলকাতার একটি হাসপাতালে তিনি ছেলেসন্তানের জন্ম দেন। নবজাতকের ওজন ২.৯ কেজি। তার মা হওয়ার খবরটি বেশ আলোচনার জন্ম দিয়েছে। চারদিনের পুত্রকে নিয়ে বাড়ি ফিরেছেন সাংসদ এ অভিনেত্রী। আজ সোমবার তিনি বাড়ি এসেছেন। এসময় তার সঙ্গে ছিলেন প্রেমিক যশ দাশগুপ্ত।