![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F08%2F30%2Frajshahi_murder.jpg%3Fitok%3DzttlgHE3)
রাজশাহীতে হাত-পা বাঁধা অবস্থায় দুজনের লাশ উদ্ধার
রাজশাহীতে হাত-পা বাঁধা অবস্থায় দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে নগরীর শাহ মখদুম থানাধীন নওদাপাড়া এবং জেলার গোদাগাড়ী উপজেলার গোগ্রাম এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, আজ সোমবার সকালে উপজেলার গোগ্রাম ইউনিয়নের লালাদিঘী এলাকার পুকুর পাড়ের ঘর থেকে মাসুদ রানা (৪২) নামের এক মাছচাষির লাশ উদ্ধার করা হয়। নিহত মাসুদ রানা গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রশিদের ভাগনে এবং উপজেলা যুবলীগের সহ-সভাপতি আলমগীর কবীর স্বপনের ভাই। তিনি উপজেলার দেওপাড়া ইউনিয়নের চাপাল গ্রামের আব্দুল খালেকের ছেলে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- লাশ উদ্ধার
- হাত-পা বাঁধা