![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-08%252F7feee302-b4fa-4f09-885b-318f505271d0%252F41629799636_KABUL.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
কাবুলের আকাশে উড়ছে রকেট
আফগানিস্তানের রাজধানী কাবুলের আকাশে রকেট উড়তে দেখা গেছে। আজ সোমবার সকালে শহরটির আকাশে রকেট উড়তে দেখা যায়। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, সংস্থাটির একজন সাংবাদিক কাবুলের আকাশে রকেট উড়তে দেখেছেন। এমন সময়ে এসব রকেট উড়ছে, যার এক দিন আগে যুক্তরাষ্ট্র বলেছে, তারা সম্ভাব্য একটি হামলা ঠেকিয়ে দিয়েছে।