![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Frape-20210829220228.jpg)
শার্শায় ধর্ষণ মামলার পালাতক আসামি গ্রেফতার
যশোরের শার্শায় আশরাফ হেসেন (২২) নামের ধর্ষণ মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৯ আগস্ট) বিকেল ৪টায় খুলনার পাইকগাছা বাওড়ি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আশরাফ হোসেন শার্শার উলাশী মাঠ পাড়া গ্রামের নিছার আলীর ছেলে। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।