ছেলেমেয়ে একসঙ্গে শিক্ষা নিষিদ্ধ করছে তালেবান : প্রতিবেদন
আনুষ্ঠানিকভাবে পুরো আফগানিস্তানে ছেলেমেয়েদের একসঙ্গে পড়ালেখা নিষিদ্ধের ঘোষণা দিয়েছে তালেবান। আজ রোববার দেশটির সাংবাদিকরা তাদের প্রতিবেদনে এমনটাই জানাচ্ছেন। খবর বিবিসির।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় টোলো নিউজের সাংবাদিক জাকির খান ইয়াদ জানান, আফগানিস্তানের ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী ঘোষণা করেছেন, এখন থেকে বিশ্ববিদ্যালয়গুলোতে ছেলেমেয়েরা আর একসঙ্গে পড়ালেখা করতে পারবে না। ইসলামি আইন অনুযায়ী, আলাদা ক্লাসে তারা শিক্ষাকার্যক্রম চালিয়ে যাবে।