খুলছে পর্যটকদের আরেক দুয়ার সুন্দরবন
সারাদেশের পর্যটন কেন্দ্র খুলেছে ১৯ আগস্ট। তবে পর্যটন কেন্দ্র, মাছ-কাঁকড়া শিকারে নিষেধাজ্ঞার কারণে খোলেনি সুন্দরবনের দুয়ার। এবার সুন্দরবন ভ্রমণে পর্যটকদের সেই অপেক্ষার অবসান ঘটছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সুন্দরবন। তবে পর্যটকদের মানতে হবে বনবিভাগের শর্তাবলী।
রোববার (২৯ আগস্ট) বন বিভাগ ও ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অফ সুন্দরবন, খুলনার নেতৃবৃন্দের সঙ্গে বনবিভাগের কর্মকর্তাদের এক সভায় পর্যটকদের জন্য সুন্দরবনের পর্যটন স্পট খুলে দেওয়ার এ সিদ্ধান্ত নেয়া হয়। খুলনা অঞ্চলিক বন সংরক্ষক মিহির কুমার দো ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- নিষেধাজ্ঞা
- মাছ
- কাঁকড়া
- পর্যটন কেন্দ্র