শিশু-কিশোর শিক্ষার্থীদের মানসিক বিকাশ
দীর্ঘ দিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের মানসিক বিকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। দেখা দিচ্ছে বহুমুখী সমস্যা। পিছিয়ে পড়ছে পড়াশোনায়। পাঠ্যবইয়ের সাথে দূরত্ব ক্রমে বাড়ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষাজীবন। যদিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অনলাইনে ক্লাস চালু রয়েছে। তবে তা শিক্ষার্থীদের মনোযোগ কতটা ধরে রাখতে সক্ষম? প্রথম দিকে অনলাইন ক্লাস নিয়ে যে উৎসাহ ছিল এখন আর নেই। ধীরে ধীরে যেখানে পরিস্থিতি পাল্টে যাওয়ার কথা সেখানে দেখা গেল ভিন্ন চিত্র। কেন এমনটি হলো? তবে কি শিক্ষার্থীদের সঠিকভাবে গাইড করা হচ্ছে না? না শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অনলাইন ক্লাসের নামে যে কার্যক্রম অব্যাহত রেখেছে তা চাহিদা অনুযায়ী হচ্ছে না? সমাধানটা জটিল বৈকি।