![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/08/29/noble-290821-01.jpg/ALTERNATES/w640/noble-290821-01.jpg)
নোবেলকে নিয়ে বান্দরবানের হোটেলে সেই রাতে কী ঘটেছিল?
পার্বত্য জেলা বান্দরবানে অবকাশ যাপনে গিয়ে তরুণ গায়ক মাঈনুল আহসান নোবেলের বিরুদ্ধে মধ্যরাতে ‘ভাংচুরের’ অভিযোগ তুলেছে হোটেল কর্তৃপক্ষ; সেই অভিযোগ উড়িয়ে নোবেল পালটা দাবি করছেন, হোটেলে সেই রাতে তিনি ও তার বন্ধু ‘হামলার শিকার’ হয়েছেন।