করোনার উৎস, মার্কিন প্রতিবেদনের নিন্দায় যা বললো চীন
কোভিড-১৯ এর উৎস নিয়ে মার্কিন গোয়েন্দাদের প্রতিবেদনের নিন্দা জানিয়েছে চীন। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী মা ঝাওশু এক বিবৃতিতে এটিকে রাজনৈতিক উদ্দেশ্যে তৈরি একটি মিথ্যা প্রতিবেদন বলে উল্লেখ করেছেন। বেইজিং এই তদন্তের রাজনীতিকীকরণের প্রচেষ্টার বিরোধিতা করে বলে বিবৃতিতে উল্লেখ করেছেন তিনি।
শনিবার (২৮ আগস্ট) মা ঝাওশু বিবৃতিতে বলেছেন, এর (মার্কিন প্রতিবেদন) কোনও বৈজ্ঞানিক ভিত্তি বা বিশ্বাসযোগ্যতা নেই। চীনকে অপবাদ ও আক্রমণের জন্য যুক্তরাষ্ট্র একটি বিবৃতিও প্রকাশ করেছে। চীন এর বিরুদ্ধে দৃঢ় আপত্তি জানায়।