![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F900x505x1%2Fuploads%2Fmedia%2F2021%2F08%2F29%2F10c8c23786cc294b3b3c4ceac53cd2ed-612b7cef1c626.jpg%3Fjadewits_media_id%3D744755)
কাবুল থেকে ২০ বাংলাদেশিকে ফেরত আনতে সহায়তা করছে সরকার
আফগানিস্তান থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছে সরকার এবং এখন পর্যন্ত প্রায় ২০ জনকে ফেরত আনার প্রক্রিয়ায় সহায়তা দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই দেশে অবস্থানরত বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ রাখছে সরকার।