ভারমুক্ত হচ্ছেন মুহিব্বুল্লাহ বাবুনগরী?
জুনায়েদ বাবুনগরীর মৃত্যুর পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে হেফাজতে ইসলাম বাংলাদেশের খাস ও কেন্দ্রীয় কমিটির সভা। এতে কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির বিষয়ে আলোচনার পাশাপাশি ভারমুক্ত হচ্ছেন নব মনোনীত আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। হেফাজতের একাধিক দায়িত্বশীল সূত্র জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, রোববার (২৯ আগস্ট) সকাল ১০টার দিকে রাজধানীর খিলগাঁও মাদরাসায় মহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে শুরু হয়েছে হেফাজতের খাস কমিটির বৈঠক। জুনায়েদ বাবুনগরীর মৃত্যুর পর নয় সদস্যের এ কমিটিতে বর্তমানে আছেন আটজন।