![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fentertainment%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fgohona-20210829122943.jpg)
অভিনেত্রীর জামা ছিঁড়ে দিলো মুম্বাই পুলিশ!
পর্ন ভিডিও বানানো এবং বিভিন্ন অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে গেল ফেব্রুয়ারিতে ‘গন্দি বাত’ ওয়েব সিরিজের অভিনেত্রী গহনা বশিষ্ঠকে গ্রেফতার করে পুলিশ। চার মাস হেফাজতে থাকার পর জামিনে মুক্ত হন তিনি।
তার বিরুদ্ধে এই অভিযোগও ছিল, টাকার প্রলোভন দেখিয়ে উঠতি অভিনেতা-অভিনেত্রীদের দিয়ে পর্ন ছবি বানাতেন তিনি।