পেয়ারার ভাসমান হাট
তিন দিক থেকে খাল এসে মিশেছে মোহনায়। সেখানে ছোট ছোট নৌকা। নৌকা ভর্তি কাঁচা পাকা পেয়ারা। ভাসমান পেয়ারা হাট। নৌকায় নৌকায় পেয়ারা বিক্রি হয়। স্থলভাগের প্রয়োজন হয় না। পিরোজপুরের নেছারাবাদ থানার আটঘর কুড়িয়ানাতে এই হাট বসে। গাছ থেকে পেয়ারা পাড়া হয়। জমা করা হয় নৌকায়।
- ট্যাগ:
- ভ্রমণ
- ভাসমান হাট
- পেয়ারার হাট