![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F900x505x1%2Fuploads%2Fmedia%2F2021%2F08%2F28%2F5f91347683fc21e84eeecc34a4edba3c-612a46fbce370.jpg%3Fjadewits_media_id%3D744623)
দীর্ঘ ভ্রমণের ক্লান্তি, কিরগিজস্তানে বিশ্রামে জামালরা
কিরগিজস্তানে তিন জাতির ফুটবল প্রতিযোগিতায় অংশ নিতে বাংলাদেশ দল এখন দেশটির রাজধানী বিশকেকে। দীর্ঘ ভ্রমণ শেষে আজ (শনিবার) দুপুরে পৌঁছেছে লাল-সবুজের সেনানিরা। পৌঁছেই অবশ্য অনুশীলনে নামতে পারেনি জামাল ভূঁইয়ারা। আগামীকাল (রবিবার) স্থানীয় সময় বিকাল ৩টায় স্পোর্টস সিটি মাঠে অনুশীলন করার কথা তাদের।
জাতীয় দলের কোচ জেমি ডে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা দীর্ঘ ভ্রমণ শেষে নিরাপদে এসে পৌঁছেছি। আজ (শনিবার) কোনও অনুশীলন নেই। আশা করছি, আগামীকাল (রবিবার) মাঠের অনুশীলনে নামতে পারবো।’