![](https://cdn.dhakapost.com/media/imgAll/BG/2021August/kuakata-1-20210828191802.jpg)
কুয়াকাটা সৈকতে পর্যটকের ঢল
মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ সামাল দিতে টানা ১৪০ দিন বন্ধ ছিল কুয়াকাটা সমুদ্র সৈকত। দীর্ঘসময় পর্যটকশূন্য কুয়াকাটা সৈকত সরকারি নির্দেশনা অনুযায়ী গত ১৯ আগস্ট উন্মুক্ত করে দেওয়া হয়। ওই দিন থেকেই স্থানীয় ও আশপাশের জেলার দর্শনার্থীদের আনাগোনা বাড়তে থাকে। ধীরে ধীরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণ পিপাসুরা কুয়াকাটা সৈকতে ভিড় করেন। চিরচেনা রূপে ফিরে আসে কুয়াকাটা সৈকত। তবে এখন পর্যন্ত বিদেশি কোনো পর্যটকের দেখা মেলেনি।
শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে সোমবার (৩০ আগস্ট) যুক্ত হয়েছে জন্মাষ্টমীর ছুটি। ফলে রোববার (২৭ আগস্ট) একদিনের ছুটি নিয়ে সাগরকন্যা কুয়াকাটায় চারদিনের ভ্রমণে এসেছেন পর্যটকরা। বৃহস্পতিবার (২৬ আগস্ট) শেষ বিকেল থেকে শুক্রবার (২৭ আগস্ট) সকাল পর্যন্ত হাজার হাজার ভ্রমণ পিপাসু কুয়াকাটা এসেছেন।