![](https://media.priyo.com/img/500x/https://www.channelionline.com/wp-content/uploads/2021/08/saminachow-interview.jpg)
‘যেটুকু পেয়েছি তা অনেক, যা পাইনি সেটা ভাগ্যে ছিলো না’
চ্যানেল আই
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২১, ১৩:২৬
কিংবদন্তী রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন পরবর্তী প্রজন্মের সবচেয়ে সুকণ্ঠী শিল্পী বলা হয় সামিনা চৌধুরীকে। জনপ্রিয়তা, পুরস্কার, সম্মাননা, মানুষের ভালোবাসায় জীবনের আরও এক নতুন বছরে পা ফেললেন সামিনা চৌধুরী। শনিবার (২৮ আগস্ট) তার জন্মদিন। বিশেষ এ দিন উপলক্ষে ব্যক্তি জীবন ক্যারিয়ার ও ভবিষ্যৎ নিয়ে সামিনা চৌধুরী কথা বললেন চ্যানেল আই অনলাইনের সাথে।