![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/08/28/banglar-agradut-ship-280821.jpg.jpeg/ALTERNATES/w640/banglar-agradut-ship-280821.jpg.jpeg)
জার্মানির বন্দরে আটকা পড়া জাহাজটি ছাড়া পেয়েছে
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২১, ১২:৪৮
ত্রুটি পাওয়ায় জার্মানির ব্রেমেন বন্দরে আটকে থাকা বাংলাদেশের পতাকাবাহী জাহাজটি পাঁচ দিন পর ছাড়া পেয়েছে।
বাংলাদেশ সময় শুক্রবার রাতে জাহাজটি ব্রেমেন বন্দর ত্যাগ করেছে বলে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমডোর সুমন মাহমুদ শনিবার জানিয়েছেন।