You have reached your daily news limit

Please log in to continue


তালেবানের শাসনে আফগানিস্তানের আফিম চাষের কী হবে?

তালেবান দাবি করে আসছে, তারা যখন গতবার আফগানিস্তানে ক্ষমতায় ছিল, তখনই আফিম চাষ বন্ধ করেছিল।

তালেবান যে বছর উৎখাত হয়েছিল, সেই ২০০১ সালে আফিম চাষ বেশ কমলেও তার পরের বছরগুলোতে তা আবার লক্ষ্যযোগ্য হারে বাড়ার তথ্যই পাওয়া যায়।

পপি গাছের ফল থেকে পাওয়া নির্যাস আফিম থেকে বেশ কিছু মাদক তৈরি হয়, যার মধ্যে সবচেয়ে বেশি পরিচিত হল হেরোইন।

বিশ্বে আফগানিস্তানেই সবচেয়ে বেশি আফিম চাষ হয়। বিশ্বের মোট উৎপাদনের ৮০ ভাগই এই দেশটি থেকে আসে বলে তথ্য জাতিসংঘ মাদক সংক্রান্ত অপরাধ দমন সংস্থা ইউএনওডিসির।

আফগানিস্তানের অর্থনীতিতে ১১ শতাংশ অবদান এই আফিমের বলেও তথ্য পাওয়া যাচ্ছে জাতিসংঘ সংস্থাটি থেকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন