সাগরে লঘুচাপ, দুই দিন পর বাড়তে পারে বৃষ্টি
সাগরে আবারও একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। তবে এটি আগামী দুই দিনের মধ্যে ভারতের উপকূল অতিক্রম করতে পারে। লঘুচাপটি বাংলাদেশের ওপর খুব বেশি প্রভাব না ফেলতে পারলেও এটি স্থলভাগে উঠলে বাংলাদেশে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। গতকাল থেকে দেশে বৃষ্টির প্রবণতা কিছুটা কমেছে। শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সব বিভাগেই বৃষ্টিপাতের প্রবণতা কম ছিল।