![](https://media.priyo.com/img/500x/https://www.ittefaq.com.bd/image-contents/600x315x1x1/news-photos/2021/08/28/image-270881-1630124981.jpg)
তিন রানে সাত উইকেট!
ইত্তেফাক
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২১, ১০:২৬
আইসিসি নারী টি-২০ বিশ্বকাপের ইউরোপ অঞ্চলের বাছাই পর্ব চলছে স্পেনে। টুর্নামেন্টে বল হাতে বিশ্বরেকর্ড গড়েছেন নেদারল্যান্ডসের পেসার ফ্রেডেরিক ওভারডাইক। চার ওভারে তিন রান দিয়ে সাত উইকেট নিয়েছেন এ ডানহাতি পেসার, সঙ্গে ছিল দুটি মেডেনও। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটের ইতিহাসে এটিই এখন সেরা বোলিংয়ের রেকর্ড। শুধু নারী ক্রিকেট নয়, পুরুষদের ক্রিকেটেও এমন ক্ষুরধার বোলিংয়ের রেকর্ড নেই।