You have reached your daily news limit

Please log in to continue


নাগরিক স্বাচ্ছন্দ্য বলে কিছু নেই ঢাকায়

হঠাৎ করে বা অনেকদিন পর কেউ ঢাকায় এলে তার মনে হতে পারে এটি একটি যুদ্ধবিধ্বস্ত নগরী। তার বুঝতে বেগ পেতে হবে যে, এই রাজধানীটি আসলে উন্নয়ন বিধ্বস্ত। পৃথিবীতে এটিই একমাত্র শহর সম্ভবত যেখানে সারা বছর উন্নয়ন কাজ চলে।

বড় বড় সব উন্নয়নের পাশাপাশি চলে চলে খোঁড়াখুঁড়ি, কাটাকাটি। অফিস, আদালত, স্কুল-কলেজ, হাসপাতাল বাড়ছে, কিন্তু রাস্তা বাড়ছে না। তাই এখন উপরে নিচে পথ বানানোর বড় বড় প্রকল্প হাতে নিয়েছে সরকার। কিন্তু একটা দশক ধরে চলছে এসব কাজ, শেষ আর হয় না। কবে হবে সেটা এক উত্তরহীন প্রশ্ন। উন্নয়ন কাজ চলতে থাকায় সব পথ এখন গলিতে পরিণত হয়েছে। সড়ক সংকীর্ণ হয়ে যানজট লেগেই থাকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন