![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Faccident-20210828094707.jpg)
ট্রলারডুবি: বিজয়নগর থেকে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা
যাত্রীবোঝাই ট্রলারডুবির ঘটনার পর ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা থেকে জেলা শহরে আসা সব ধরনের নৌযান চলাচল নিষিদ্ধ করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (২৮ আগস্ট) এ নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে এ নিষেধাজ্ঞা সাময়িক বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।