![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F08%2F28%2F2021-08-27t205841z_161105373_rc2wdp958ic7_rtrmadp_3_210826-m-au949-0239_0.jpg%3Fitok%3DH5-ZV84R)
আফগানিস্তানে আইএসকে লক্ষ্য করে মার্কিন ড্রোন হামলা
আফগানিস্তানের কাবুল বিমানবন্দরের বাইরে ভয়াবহ হামলার এক দিন পর দেশটিতে সক্রিয় ইসলামিক স্টেটকে (আইএস) লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার কাবুলের পূর্বাঞ্চলীয় নানগহর প্রদেশের কোনো একটি স্থানে ড্রোন হামলা চালায় মার্কিন বাহিনী। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ কথা জানানো হয়েছে।