কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

তালেবান ও যুক্তরাষ্ট্রকে নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিল কি আইএস?

প্রথম আলো আলী রীয়াজ প্রকাশিত: ২৭ আগস্ট ২০২১, ১৬:৩৬

কাবুল বিমানবন্দরে হামলার ঘটনা যত মর্মবিদারক ও ভয়াবহ হোক না কেন, এই হামলা একবারে অভাবনীয় ছিল না। কয়েক দিন ধরেই মার্কিন কর্তৃপক্ষ এ ধরনের হামলার বিষয়ে সতর্কবাণী দিচ্ছিল। দুর্ভাগ্যজনকভাবে তা সত্যে পরিণত হয়েছে।


স্থানীয় সময় বৃহস্পতিবারের এই হামলায় ইতিমধ্যে কমপক্ষে ১৩ জন মার্কিন সৈন্য এবং ৯০ জন আফগান নাগরিকের মৃত্যুর কথা জানা গেছে, এই সংখ্যা আরও বাড়বে বলেই ধারণা করা যায়। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র এবং বেশ কিছু দেশ তাদের নাগরিকদের এবং যেসব আফগান তাদের সঙ্গে দুই দশক ধরে কাজ করেছে, তাদের সরিয়ে আনছে। বিমানবন্দরে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে দেশত্যাগের জন্য। সেখানে গোড়াতে ব্যাপক বিশৃঙ্খলার ঘটনা ঘটলেও গত কয়েক দিনে অবস্থার সামান্য উন্নতি হয়েছে। কিন্তু হামলার সময় সেখানে উপস্থিত ছিল হাজার হাজার মানুষ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও