![](https://media.priyo.com/img/500x/https://www.ittefaq.com.bd/image-contents/600x315x1x1/news-photos/2021/08/27/image-270659-1630041387.jpg)
কাবুলের হামলায় তালেবানের ২৮ সদস্য নিহত
কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরের বাইরে জোড়া আত্মঘাতী বোমা হামলায় ১২ মার্কিন সেনা ও শিশুসহ অন্তত ৯০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক। এই ঘটনায় তালেবানের কমপক্ষে ২৮ জন সদস্য নিহত হয়েছেন। সংগঠনটির এক কর্মকর্তার বরাতে আজ শুক্রবার (২৭ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।