কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আর্জেন্টিনার প্রাণীগুলো কীভাবে চলে এলো সাতক্ষীরার কলারোয়ায়!

যমুনা টিভি প্রকাশিত: ২৭ আগস্ট ২০২১, ১১:০০

হরিণের মতো চোখ-মুখ আর খরগোশের মতো কান। সামান্য লেজ। সামনের পা দুটি কিছুটা ছোট- তা দিয়েই ছুটে বেড়াচ্ছে অনবরত। মাঝারি গড়নের প্রাণিটি আসলে কি তা নিয়ে রীতিমতো গোলকধাঁধায় পড়ে যান বিজিবি ও বন কমকর্তারা। পরে খোঁজ নিয়ে জানা গেলো ধূর্ত প্রাণিটির নাম ‘পাটাগোনিয়ান ম্যারা।’ এটি আর্জেন্টিনার একটি স্তন্যপায়ী প্রাণি। বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় সম্প্রতি সাতক্ষীরার কলারোয়ার কুষখালি সীমান্ত থেকে সাতটি ‘পাটাগোনিয়ান ম্যারা’ উদ্ধার করে বিজিবি। একটি মারা যাওয়ার পর বাকি ছয়টি খুলনা বণ্যপ্রাণি উদ্ধার ও পুর্ণবাসন কেন্দ্রের তত্ত্বাবধানে রয়েছে।

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে