You have reached your daily news limit

Please log in to continue


রক্তাক্ত অভিজ্ঞতায় জীবনতন্ত্র পাঠ করেছেন নজরুল

অনেক সময় হুজুগ আর ক্ষমতাবানদের তুষ্টির বিষয়টি সামনে রেখে ব্যক্তির নান্দিপাঠ চলে। অন্তরের ছোঁয়া বা বাস্তবের মাপকাঠিতে তা যাচাই হয় না। মানুষকে চমক দেওয়ার জন্য কিছু চেনামুখ মঞ্চে অবতীর্ণ হন। আমরা মূল সত্য থেকে বিচ্যুত হই। ভারতের আদি কবি হিসেবে কথিত বাল্মীকি ও জ্ঞাত ইতিহাসের ভারতীয় প্রথম মানববাদী কবি কালিদাসের কবিত্বের স্ফুরণ নিয়ে কিছু কল্পকথা প্রচলিত আছে। পরবর্তীকালের পাঠক তা নিয়ে তেমন প্রশ্ন তোলেনি। এখনো যে তার পুনরাবৃত্তি হয় না, তা নয়। কখনো সাম্প্রদায়িক জোশে আবার কখনো হীনম্মন্যতা বশে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন