বাংলা গানের একাল-সেকাল

ফিনান্সিয়াল এক্সপ্রেস প্রকাশিত: ২৭ আগস্ট ২০২১, ০৯:৩২

গান আমাদের মধ্যে ছড়িয়ে থাকে সর্বজনীন প্রশান্তি বা অশান্তিতে, ভালোবাসা বা বেদনায়। জীবনের অনুভূতিগুলো আরও প্রগাঢ় রূপ পায় গান নামক এই সঙ্গীর সংস্পর্শে। আর সঙ্গী যখন নিজের ভাষার গান, যেন মনে হতে থাকে, "আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই,আমি আমার আমিকে চিরদিন, এই বাংলায় খুঁজে পাই"।


আমাদের বাংলা ভাষার ব্যবহার যে গতিশীল, গানও এর ব্যতিক্রম নয়। ভাষা, শব্দ সুরের খেলা গানে পরিবর্তনের ঢেউ আসে খুব সহজেই। গত শতাব্দী হোক বা গত দশক, বাংলা গানের পরিবর্তন কিন্তু চোখে পড়ার মতো। সেই চর্যাপদের বৌদ্ধ নাথগীতিকবিতাকেই ধরে নেয়া হয় বাংলা গানের একদমই প্রাথমিক সূচনা। তবে তারপর সেকালও নয় একালও নয়, বরং বাংলা গানে দেখা যায় আকাল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও