![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fham-20210827084036.jpg)
স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ব্যবসায়ীর উপর হামলা
বগুড়ার শেরপুরে স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ব্যবসায়ী স্বামীকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে পল্লী চিকিৎসক শাহীন আলমের বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিকেলে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে।