নজরুল ও বঙ্গবন্ধু
ইত্তেফাক
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২১, ০৮:০৮
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম (১৮৯৯—১৯৭৬ খ্রি.) ও জাতির পিতা শেখ মুজিবুর রহমান (১৯২০—১৯৭৫ খ্রি.)—এই মহান দুই পুরুষ স্বাধীনতাকামী বাঙালির অগ্রদূত। মুক্তিকামী বাঙালি এই অগ্নিপুরুষদ্বয়ের অগ্নিমন্ত্রে উজ্জীবিত হয়ে স্বাধীনতার আস্বাদ লাভ করেছেন। আর কৃতজ্ঞ বাঙালি তাদের অন্তরের অন্তঃস্থল থেকে নজরুলকে ডেকেছেন ‘বিদ্রোহী কবি’ এবং মুজিবকে ডেকেছেন ‘বঙ্গবন্ধু’ নামে। মূলত দুজনই কবি, সাহিত্যের কবি কাজী নজরুল আর রাজনীতির কবি বঙ্গবন্ধু।